স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-এ রাজ্যের শীর্ষ চার শহরের মধ্যে শিলচর
জনসংযোগ শিলচর, ২ আগস্ট :- স্বচ্ছতার ক্ষেত্রে এক অভূতপূর্ব জয়। শহরের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তোলার নীরব প্রচেষ্টার স্বীকৃতি এবার কেন্দ্রীয় স্তরে। শিলচর পৌর নিগম পেল দেশের বৃহত্তম নগর পরিচ্ছন্নতা সমীক্ষা স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-এ ওডিএফ+ (Open Defecation Free Plus) স্বীকৃতি ও গার্বেজ ফ্রি সিটির ১-স্টার মর্যাদা। ফলে বরাক উপত্যকার এই শহরটি উঠে এল দেশের জাতীয় পরিচ্ছন্নতা সূচকের গুরুত্বপূর্ণ স্থানে, আর অসমের মধ্যে মাত্র চারটি শহরের মধ্যে একটি হয়ে উঠল পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগর হিসেবে।
এই সম্মান আদায় হয়েছে পৌর নিগমের নিরবিচার প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও নাগরিক-সচেতনতার সমন্বয়ে। ভারতের ৪,০০০-এর বেশি শহরের মধ্যে শিলচরের স্থান হয়েছে ৪৭০তম। এটি নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য উদাহরণ, বিশেষত সেই শহরের জন্য যা কিছু বছর আগেও ছিল পৌর বোর্ডের অন্তর্গত। আজ শিলচর একটি নিগম এবং সেই উন্নতির সাথে সঙ্গতি রেখেই এসেছে নাগরিক পরিকাঠামো ও স্বাস্থ্যবিধির এই গুণগত পরিবর্তন।
সম্প্রতি গৌরবময় এই স্বীকৃতির জন্য অসম সরকার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী শ্রী জয়ন্ত মল্লহ বড়ুয়া স্বয়ং শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত শ্রীমতী সৃষ্টি সিং, আইএএস-এর হাতে রাজ্য ম্যাসকট ও প্রশংসাপত্র তুলে দেন।
উল্লেখযোগ্য যে, কেন্দ্রীয় গৃহ ও নগর বিষয়ক মন্ত্রকের অধীন এই সমীক্ষা শহরগুলির পরিচ্ছন্নতা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শৌচালয়ের ব্যবহার, ফিকাল স্লাজ ট্রিটমেন্ট এবং নাগরিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করে। স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-এ একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মূল্যায়নে শিলচরের পরিচ্ছন্নতা কাঠামো, স্যানিটেশন ব্যবস্থা ও নিকাশি ব্যবস্থার প্রশংসা করে এই ওডিএফ + স্বীকৃতি ও ১-স্টার মানদণ্ডে অনুমোদন দেওয়া হয়।
এই প্রসঙ্গে, শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত শ্রীমতী সৃষ্টি সিং বলেন, “এই সাফল্য শিলচরের সকল নাগরিক ও পৌর নিগমের প্রতিটি কর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ দেবে, যেন আমরা আগামি দিনে আমাদের শহরকে আরও পরিচ্ছন্ন, স্বচ্ছ ও বাসযোগ্য করে তুলতে পারি।”
শহরের পরিচ্ছন্নতার এই উন্নয়নের পেছনে রয়েছে নিয়মিত ক্লিনলাইন অভিযান, উন্নত পাবলিক স্যানিটেশন ফ্যাসিলিটিজ, নাগরিকদের সরাসরি অংশগ্রহণ এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রচেষ্টা। এক সময়ের ছোট্ট পৌর বোর্ড থেকে উঠে এসে আজকের এই কৃতিত্ব শিলচরের নগর উন্নয়নের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় রচনা করলো।