ইকবাল হুসেন চৌধুরী, শিলচর, ০২ আগস্ট :- ফের কাছাড় গ্রামোন্নয়ন বিভাগে সংঘটিত হল আজবকাণ্ড! ২০১৯ সালে মৃত ব্যক্তির নামে ঘর বরাদ্দ হল ২০২৫ সালে, আবার সেই মৃত ব্যক্তির ঘর দেওয়া হল গ্রামের অন্য
জীবিত ব্যক্তিকে। অথচ,সেই ব্যক্তির নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকায়। এমন ঘটনার অভিযোগ উঠে এল কাছাড়ের বড়খলা বিধানসভার বুড়িবাইল জিপিতে। অভিযোগ ২০১৯ ইংরেজীতে মারা যান বুড়িবাইল গ্রামের বাসিন্দা মনির উদ্দিন বড়ভুইয়া। ২০২৫ ইংরেজীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী
হিসেবে উনার নামে বরাদ্দ হয় ঘর। এতে, সেই ঘর পেতে উনার ভাতিজা, জাকির হোসেন বড়ভুইয়া আবেদন জানান। কিন্তু, মৃত ব্যক্তির নিকটাত্মীয় কাউকে ঘর দেওয়া হয়নি। পরবর্তীতে ওই মৃত ব্যক্তির ঘর, গ্রামের আরেক মনির উদ্দিন বড়ভুইয়াকে দেওয়া হয়। যার প্রধানমন্ত্রী আবার যোজনার হিতাধিকারীর তালিকায় নাম নেই।
তাৎপর্যপূর্ণ বিনয় হচ্ছে, মৃত মনির উদ্দিনের জেরেক্স হিসেবে জীবিত মনির উদ্দিনকে চতুরতা করে হিতাধিকারী সাজানো হলেও, পৈতৃক নামে রয়েছে গরমিল। মৃত মনির উদ্দিন বড়ভুইয়ার বাবার নাম,, প্রয়াত মশাইধ আলি। আর ঘর প্রাপ্ত,মনির উদ্দিন বড়ভুইয়ার বাবার নাম,তজমুল আলি বড়ভুইয়া। অভিযোগ দশ হাজার টাকার উৎকোচৎ নিয়ে গ্রুপ সদস্য আজিম করেছেন এমন কাণ্ড। এঘটনায় কাছাড় জেলা গ্রামোন্নয়ন বিভাগের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন!