সংবাদ সংস্থা, ০২ আগষ্ট :- সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন খালিদ জামিল। শুক্রবার, সরকারিভাবে বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মুম্বই এফসির কোচ থাকাকালীন সকলের নজরে আসেন খালিদ।
২০২৫ ভারতীয় ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা করল। দেশের প্রাক্তন মিডফিল্ডার খালিদ জামিল-কে ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর ক্লাব জামশেদপুর এফসি-র কোচ হিসেবে দায়িত্বে থাকা ৪৮ বছর বয়সী জামিলকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর নির্বাহী কমিটি বেছে নেয়। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ-এর জায়গায় এলেন। গত মাসে এআইএফএফ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন খালিদ। খালিদ জামিল হলেন ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে দায়িত্ব পালন করা সাবিও মেদেইরা-র পর ভারতের জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয়। এই নিয়োগকে অনেকেই দেশের ঘরোয়া প্রশিক্ষণ প্রতিভা বিকাশের প্রতি আস্থা এবং ভারতীয় ফুটবল কাঠামোর গভীর বোঝাপড়া জাতীয় দলে নিয়ে আসার পদক্ষেপ হিসেবে দেখছেন।