নীল দিগন্তের বুকে জমা মেঘেদের মিছিল ছুঁয়ে ছুটে চলা আশ্চর্যের নাম ‘ ‘চেনাব’।
নতুন ভারতের নতুন ইতিহাস, সৃষ্টির আঙ্গিনায় অভিনব প্রাপ্তির আরেকটি নাম ‘ চেনাব ‘।
স্বর্গারোহন এর অন্য নাম
‘ চেনাব ‘।
হ্যাঁ ঠিক তাই,
স্বর্গারোহন;

ভূস্বর্গ কাশ্মীর, যেখানে মেঘেরা কথা বলে কোনো ডানা কাটা পরির সাথে, আবার সাদা আঁচলে
ঢাকা বুকের উষ্ণ পরশে গা ভাসায় সদ্য প্রেমে পড়া কোনো প্রেমিক।
ফুটন্ত কুসুমসম হাসিতে যেখানে দৌড়ে বেড়ায় কোনো ছোট্ট শিশু, যেখানে মায়ের কোল জুড়ে থাকে শান্ত তুষারের মতো কোনো ঘুমন্ত মায়াবী মুখ।
সেই ভূস্বর্গ কাশ্মীরে এক পলকে পৌঁছে দেওয়ার নতুন নাম, ‘ চেনাব ‘ ।
শুধু একটি সেতু নয় , কাকভোরে তুষারপাতে সিক্ত হৃদয়ের জানালায় নতুন দিগন্ত দেখার আরেক নাম ‘ চেনাব ‘।
যে ভারত থামতে শিখে নি, যে ভারত জানে কীভাবে রুখে দাঁড়াতে হয়, সমস্ত বিশ্ব যখন ক্লান্তির ঘুমে হামি ভরে, ভারত তখন রাত জাগে নতুন ইতিহাস গড়বে বলে।
ওরা যখন ইতিহাস পড়তে ব্যস্ত, ভারত তখন ইতিহাস এর মিনারে খোদাই করে সোনালী আভায় নিজের নাম।
‘চেনাব – চেনাব – চেনাব’।
মঙ্গলা দত্ত রিমি
বদরপুর, আসাম।