সবুজ ধরিত্রী

সবুজের সমারোহে
প্রকৃতিতে জীবন বয়,
বনভূমি ছাড়া পরিবেশের
ভারসাম্য কি রক্ষা হয়?
বিশ্বায়নের অবদানে আজ
স্নিগ্ধ শীতলতা লুপ্তপ্রায় ;
নির্বণানীকরণের প্রভাবে
বিশ্ব উষ্ণায়ন বেড়েই যায়।
এখনও সময় আছে
পরিবেশের সংরক্ষণে,
মানসিকতার পরিবর্তন চাই
দৈনন্দিন জীবন যাপনে।
বনভূমি বাঁচিয়ে রাখি
আর সাথে বৃক্ষরোপণ
যত্নে আর পূজায় রক্ষা করি
ধরিত্রীর প্রাণস্পন্দন ।।
                     - মনীষা দাস