জনসংযোগ শিলচর, ০১ আগষ্ট :- “ভোকাল ফর লোকাল”–নিতি আয়োগের স্বপ্নোদ্যোগকে সার্থক রূপ দিতে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে, শিলচরের ডাক বাংলো প্রাঙ্গণে আগামী ২রা আগষ্ট থেকে ৪ঠা আগস্ট ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর (SHG) অংশগ্রহণে আয়োজিত হতে চলেছে তিনদিনব্যাপী জেলা-স্তরের আকাঙ্ক্ষা হাট।
এই হাট কেবলমাত্র একটি বিপণন মেলা নয় এটি আত্মনির্ভরতার অভিযাত্রায় এক ঐতিহাসিক ধাপ। কাছাড় জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা কুটির শিল্প, হস্তশিল্প, অর্গানিক খাদ্যপণ্য, এবং মহিলাদের দ্বারা পরিচালিত উদ্যোগসমূহ এই মেলার মাধ্যমে এক নতুন আলোর দিশা পাবে। হাতে তৈরি পণ্য সামগ্রী প্রদর্শনের মাধ্যমে আকাঙ্ক্ষা হাট হয়ে উঠবে এক স্বকীয় সম্ভাবনার মঞ্চ।

আগামী ২ আগস্ট সন্ধ্যা ৫:৩০টায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হাটের সূচনা করবেন কাছাড় জেলার জেলাশাসক মৃদুল যাদব, (আই.এ.এস)। তাঁর নেতৃত্বে জেলার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও স্বনির্ভরতার পথচলা আজ এক দৃঢ় ভিত্তি লাভ করেছে।
এই হাটকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীরা তুলে ধরবেন বরাক উপত্যকার লোকসংস্কৃতি ও সৃষ্টিশীলতার অনন্য উপস্থাপনা। এ সমস্ত আয়োজন স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গর্ববোধ জাগিয়ে তুলবে এবং একইসঙ্গে সুদূরপ্রসারী দর্শকদের সামনে তুলে ধরবে বরাক উপত্যকার শিল্প ও সংস্কৃতির রত্নভাণ্ডার।
উল্লেখ্য, আকাঙ্ক্ষা হাট একটি আদর্শ প্ল্যাটফর্ম যেখানে ঐতিহ্য ও আধুনিকতা মেলে যায়, আর সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ হয়ে ওঠে উন্নয়নের চালিকাশক্তি। জেলা প্রশাসনের দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগে এই হাট প্রমাণ করে দিচ্ছে, নীতিনির্ধারণ, সংস্কৃতি এবং সমাজ যদি একসূত্রে গাঁথা হয়, তবে তা গ্রামের শিকড়ে পৌঁছে দিতে পারে উন্নয়নের বাস্তব রূপ।