২২শে মার্চ..
প্রতিবছর পালিত হয় সারাবিশ্বে এই দিন,
জীবন যে আজ ক্রাইসিস এর সম্মুখীন।
ভূপৃষ্ঠে এত জল, তাই জানি মোরা;
গ্লোবাল ওয়াটার ক্রাইসিস তবু বিশ্বজোড়া।
গবেষণা ও বৈঠক চলছে অসীম,
হিমবাহ পরিরক্ষণ এবছরের থিম।
বহনক্ষম উন্নয়নের একটি লক্ষ্য পূরণে;
ঘরে ঘরে নলের জল,- জল জীবন মিশনে।
বিজ্ঞানভিত্তিক ব্যবস্থায় জল সংরক্ষণ হয়,
পাশাপাশি প্রতি প্রত্যেকের কর্তব্য রয়।
বিন্দু বিন্দু করে হয় সিন্ধু জানি,
জলই জীবন তথা দেবতাও মানি।।
শপথ করি মোরা জলের পরিমিত ব্যবহারে ;
জলকে বাঁচিয়ে রাখবো 3R উপহারে ।।
......মনীষা দাস।