ছেড়া চটি পায়,
সাদা শাড়ি গায়,
মনটা তার পাপে ভরা,
মুখে আল্লার নাম গায়।
চশমা চোখে তার,
মুখটা করে ভার,
ভাষণ দেয় বড়ো বড়ো,
দেশটা যেন তার।
সাদা মাঠা চেহারা,
বোঝা বড়ো দায়,
নারী রুপী রাক্ষসী
জনতার রক্ত চুষে খায়।
যত চুরি দুর্নীতি,
সব তার অধীনে,
অতিষ্ঠ আজ জনতা,
মমতার শাসনে।
মূর্খের মহারানী,
ধর্ম নিয়ে টানাটানি,
তার রাজত্বে দেশে,
রক্তের বন্যা বয়।
বিচিত্রা বিশ্বাস