যুব বিচিত্রা প্রতিনিধি আগরতলা, ০১ আগষ্ট :- রাজ্য পর্যায়ের মেডিকেল অফিসার দন্ত চিকিৎসক এবং নার্সিং
অফিসার সহ সিএইচওদের প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয় বৃহস্পতিবার। এদিন দুপুর ১২:০০ টায় আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সহ স্বাস্থ্য
মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিন কৈলাশহর এবং বিশালগড় হাসপাতালের জন্য ২ (দুই) রক্ত সংগ্রহ পরিবহন ভ্যানের

উদ্বোধন করেন এবং কর্তৃপক্ষ কে ভ্যানের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী সাহা। এদিন প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য ই হলো রাজ্যের স্বাস্থ্য পরিষেবা র মান উন্নত করা এবং জনসাধারণের সুষ্ঠু সুন্দর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে ই আয়োজিত হয় একদিনের প্রশিক্ষণ শিবির।