পরিচিতি তৈরী করতে হলে,,
পরিচয় হওয়াটা প্রয়োজনীয়।।
পরিচয় করতে হলে,,
সাক্ষাৎ করা প্রয়োজনীয়।।
সাক্ষাৎ করার জন্য,,
নিকটে যাওয়া প্রয়োজনীয়।।
নিকটে যাওয়ার জন্য,,
যোগাযোগ রাখা প্রয়োজনীয়।।
মানুষের হৃদয়ে জায়গা পেতে হলে,,
ভালোবাসায়,,শ্রদ্ধায় বিনম্রতায় হৃদয় জয় করা প্রয়োজনীয়।
…….বিচিত্রা বিশ্বাস……