বরাক উপত্যকায় সমবায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রশংসনীয় উদ্যোগ

স্বচ্ছতা, ডিজিটাল অডিট ও বিধিসংক্রান্ত বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে অংশ নিলেন কাছাড় ও হাইলাকান্দির সমবায় কর্মীরা

জনসংযোগ শিলচর, ৩১ জুলাই: সমবায় খাতের কর্মীদের দক্ষতা ও জ্ঞান উন্নয়নের লক্ষ্যে কাছাড় জেলা উপ-সমবায় রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে এক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত বরাক হিন্দি সাহিত্য সমিতি, উন্নয়ন ভবন রোড, শিলচরে অনুষ্ঠিত এই কর্মশালায় কাছাড় ও হাইলাকান্দি জেলার পঞ্চাশেরও বেশি আধিকারিকসহ ও কর্মচারীগন অংশগ্রহণ করেন।

জেলার উপ-সমবায় রেজিস্ট্রার ডাঃ এন আহমেদের উদ্বোধনী ভাষণে তিনি পরামর্শদাতাদের ও অফিস সহকারীদের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কর্মীরা সমবায় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করেন। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রশাসনিক পরিকাঠামোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ক্রমাগত প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়, যেমন এফ.আর/এস.আর, অসম সমবায় আইন, ডিজিটাল অডিটিং, সমবায় সমিতির নিবন্ধন ও বিয়োজন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প। এছাড়াও বাজেট প্রস্তুতি, হিসাবরক্ষণ, বেতন নির্ধারণ ও সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস সম্পর্কিত কারিগরি সেশনও অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের মাস্টার ট্রেনার, রাজ্য সমবায় বিভাগের আধিকারিক এবং NABARD-এর প্রতিনিধিদের মত বিশিষ্ট রিসোর্স পার্সনরা প্রশিক্ষণ প্রদান করেন। তাঁরা সমবায় আইনে সাম্প্রতিক সংশোধন এবং পরিদর্শনের সময় সম্মুখীন হওয়া বাস্তব সমস্যাগুলির উপর বিশ্লেষণধর্মী আলোচনা করেন। এছাড়াও কাছাড় ও হাইলাকান্দি জেলার ডিডিএম, NABARD-এর আধিকারিকরা প্রশিক্ষণে উপস্থিত থেকে সমবায় খাতে NABARD-এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ কর্মসূচিকে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে আরও এরকম প্রশিক্ষণের আয়োজনের আহ্বান জানান। প্রশিক্ষণের শেষ দিনে একটি বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রশিক্ষণের শংসাপত্র প্রদান করা হয়। এই প্রশিক্ষণ কর্মসূচি বারাক উপত্যকার সমবায় ক্ষেত্রকে আরও দক্ষ, আধুনিক এবং জনমুখী করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে রইল।