যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ০৪ আগস্ট :- বাগবাসা বিধানসভার কাটুয়াছড়ার ১নং ওয়ার্ডে সেবা সূর্য সংস্থার
উদ্যোগে অনুষ্ঠিত হল আইনি পরামর্শ, চক্ষু পরীক্ষা ও মেঘা স্বাস্থ্য শিবির। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এই শিবিরে ১৭ জন আইন সংক্রান্ত পরিষেবা নেন – শিশু/বিধবা/বৃদ্ধ ভাতা, জমিজমা সমস্যা ও পিআরটিসি
সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরে ৭৪ জন রোগী চিকিৎসা নেন স্ত্রীরোগ, শিশুরোগ ও মেডিসিন বিভাগে। চক্ষু চিকিৎসা নেন ৪০ জন,
যার মধ্যে ২০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। ২০ জন পান তাৎক্ষণিক আয়ুষ্মান কার্ড। সুগার ও হিমোগ্লোবিন পরীক্ষায় অংশ নেন ৪০ জন।
সর্বমোট ২১১ জন উপকৃত হন এই শিবির থেকে।
উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ডঃ সন্দীপক রায়, সহ-সম্পাদক রতন ভট্টাচার্য, মুখপাত্র এবং সাংবাদিক কাকলি
সর্বমোট ২১১ জন উপকৃত হন এই শিবির থেকে।
উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ডঃ সন্দীপক রায়, সহ-সম্পাদক রতন ভট্টাচার্য, মুখপাত্র এবং সাংবাদিক কাকলি
পলাশ সেন ও অন্যান্যরা। সহযোগিতায় ছিলেন লাংলোং হালাম কালচার সংস্থার সভাপতি সঞ্জয় হালাম ও সদস্যরা। তাদের এই উদ্যোগ প্রশংসনীয় বললেন গ্রামের সচেতন মানুষ।
