চলন্ত রেল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বয়স ৩০র এক যুবকের, চাঞ্চল্য সৃষ্টি

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর, ৩১ জুলাই: চলন্ত রেল থেকে ঝাঁপ, আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি শিলচরে। কেন ই বা এমন আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই যুবক? রেলের অন্যান্য যাত্রী রা কি তা দেখতে পায় নি? উঠেছে বহু প্রশ্ন!

শিলচর রামনগর এলাকায় অনুমানিক বছর ৩০ র এক যুবক রেলে কাটা পড়ে মৃত্যু হয়। দুর্লভছড়া-শিলচরগামী রেল থেকে ঝাঁপ দেয় সেই যুবক ফলে সাথে সাথেই শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় রেলের চাকায় কাটা পড়ে। খবর পেয়ে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুরো ঘটনাটি আত্মহত্যার ঘটনা অন্যদিকে এখন পর্যন্ত এই যুবকটির কোন ধরনের পরিচয় লাভ করে নি রেল পুলিশ। তবে সন্ধান না পাওয়া অবধি রেলের মর্গ তে রাখা হবে মৃতদেহ ।