রক্ষক না ভক্ষক? পরিচয় মিলছে না! আইন শৃঙ্খলা র রক্ষা তো দূর, মদের নেশায় নিজের রক্ষাই করতে ব্যর্থ রেল পুলিশের জঘন্য কাণ্ডে প্রতিক্রিয়া
যুব বিচিত্রা প্রতিনিধি আগরতলা, ৩১ জুলাই :- ত্রিপুরা রাজ্যের বিশাল গড় রেল স্টেশনে কর্মরত এমন একজন রেল পুলিশের নেশাগ্রস্ত আচরণ যা দেখলে আপনার ও মনে উদয় হবে প্রশ্ন!
ডিউটিতে নেশাগ্রস্থ অবস্থায় বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মা, মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণের অভিযোগ পেয়ে রেল স্টেশনে গেলে সাংবাদিকদের পাথর নিক্ষেপ করতে যায় এই গুণধর জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মাকে।

ঘটনা বৃহস্পতিবার বিশালগড় রেলস্টেশনে। বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানা ওসির এহেন আচরণে ঘোটা রেলস্টেশন চত্বরে ওসির বিরুদ্ধে ছিঃছিঃ রব উঠেছে এবং অভিযুক্ত দায়িত্বজ্ঞানহীন ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রায় সময়ই কর্তব্যরত অবস্থায় মহিলা কনস্টেবলদের সাথে তিনি খারাপ আচরণ করেন সংবাদ মাধ্যমের কাছে পেয়ে এমনটাই অভিযোগ করলেন কর্তব্যরত মহিলা কনস্টেবল।
বিশালগড় রেলস্টেশনের যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে? প্রশ্ন হচ্ছে জনমনে।
রেল পুলিশের এমন জঘন্য কাণ্ডে আগরতলা সহ ত্রিপুরা রেল প্রশাসনের ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন! অতি শীঘ্রই এধরণের মাতাল রেল পুলিশ কে চাকরি থেকে বরখাস্ত এর দাবী উঠেছে!!
যারা নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারে না মদের নেশায় আসক্ত পুলিশ কি দেবে নিরাপত্তা সাধারণ মানুষের প্রশ্ন!