উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত ধর্মনগরে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ৩০ জুলাই :- উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ধর্মনগরে এক বিশাল রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির (Mega Blood Donation and Eye Check-up Camp) আয়োজন করা হয়। এই

কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই মহৎ উদ্যোগের আনুষ্ঠানিক

উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, তৎসঙ্গে উপস্থিত ছিলেন উওর জেলা পুলিশ সুপার অভিনাশ রাই, জেলা শাসক চান্দনী চন্দ্রান, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন, মহকুমা

শাসক সজল দেবনাথ,পুরপরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকগন, চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রক্তদান শিবিরে বহু সংখ্যক মানুষ রক্তদান করেন এবং

চক্ষু পরীক্ষা শিবিরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। জেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।