জে.ডি ড্রাগস, রাধারমণ ড্রাগ ডিস্ট্রিবিউটর, কে রয়েছে স্বত্বাধিকারী? তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য
শিলচরে রয়েছে অবৈধ ভুয়ো ড্রাগ ডিস্ট্রিবিউটর এর তালিকা, পদক্ষেপ নেই নবাগত ঔষধ পরিদর্শকের, অভিযোগ
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২২ মার্চ: ডায়ালিসিসের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী একজন রোগীর কাছে বিক্রি করতে গিয়ে শনিবার হাতে নাতে ধরা পড়ে এই দালাল। মেডিকেলের তিন তলায় মেডিসিন বিভাগে গোপনে অভিযান চালিয়ে ইয়াদাম তাঁতি নামের এই কুখ্যাত দালাল কে হাতেনাতে আটক করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ঋতুরাজ ঠাকুরীয়া। এই দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে চন্ট্রোল ভেনাস লাইন ইক্যুপমেন্টস সহ বেশ কয়েকটি ভুয়ো ফার্মেসির এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড পাওয়া যায় তাঁর পকেটে। পরে অবৈধ ঔষধ সহ এই দালাল কে আটক করে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুলিশের হাতে সমঝে দেন। বিগত চার মাস থেকে এই সামগ্রীগুলো অধিক দামে হাসপাতালের রোগীদের কাজে বিক্রি করে আসছে দালালরা।

ইয়াদম তাঁতীর সাথে শিবা দেব নামের আরো একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ঔষধ সামগ্রী বিক্রি করার অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে ঘুঙুর পুলিশ আউট পোস্টে একটি মামলা দায়ের করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত। তবে প্রশ্ন উঠেছে , জে ডি ড্রাগস এবং রাধারমণ ড্রাগ ডিস্ট্রিবিউটর এগুলোর মালিকানা কে বা কারা? আসলে তাঁরা ই না কি অতিরিক্ত পয়সা উপার্জনের জন্য দালাল লাগিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ সরবরাহ করেন রোগীর বেডে নিয়ে? না হলে দালালদের কাছে কেন তাদের ভিজিটিং কার্ড?? শিলচরে রয়েছে অবৈধ ভুয়ো ড্রাগ ডিস্ট্রিবিউটর ছড়াছড়ি। নেই কোনো পদক্ষেপ শিলচরের নবাগত ঔষধ পরিদর্শকের। দালালের মাধ্যমে ঔষধ সরবরাহ করা হোলসেল ড্রাগ ডিস্ট্রিবিউটর দের লাইসেন্স বাতিল করার দাবী সচেতন নাগরিকের।