এনএসএস বিশেষ প্রচারণা কর্মসূচি উপলক্ষে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রক্তদান শিবির সম্পন্ন!

যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট :- খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত হয় রক্তদান শিবির। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন এখানকার

বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূলচন্দ্র দাস, এসএমসির চেয়ারম্যান এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক আইএএস নির্মল কুমার, বিশিষ্ট ব্যক্তিত্ব বিনয় দেববর্মা, সমীর কুমার দাস

অনিমেষ নাগ, রঞ্জন দাস মৃত্যুঞ্জয় নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্যরা। এদিন প্রায় ৩০ জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। এদিন স্কুল কমিটির কর্মকর্তা জানান আগামীকাল খোয়াই জেলা হাসপাতালে ফল মিষ্টি

বিতরণ করবে তারপর নেশার বিরুদ্ধে এন এস এস এর ছাত্র-ছাত্রীরা খোয়াই রাজপথ ধরে হরগড় তেরেঙ্গা যাত্রা করবে। অনাথ আশ্রমে ছাত্র-ছাত্রীদের মধ্যে সামগ্রী বিতরণ করবে, সাত দিনব্যাপী অনেকগুলি কর্মসূচির মধ্য দিয়ে

সমাপ্তি করবে তাদের উদ্দেশ্য। আজকের এই মহতী রক্তদান শিবির কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। এছাড়া অনেকেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে নির্ণায়ক ভূমিকা নিতে দেখা যায়।