সমাজের স্বার্থে বিভিন্ন অত্যাধুনিক প্রকল্প আগামীতে বাস্তবায়ন করার আশ্বাস নতুন সভাপতির।
যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর, ৩০ জুলাই :- মারওয়ারী সম্মেলন শিলচর শাখার তরফে মঙ্গলবার শিলচর জানিগঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে,গত ২৭ জুলাই অর্থাৎ রবিবার নির্বাচনের মাধ্যমে
সম্মেলনের নতুন জেলা সভাপতি হিসেবে ধনরাজ জি সুরানাকে মনোনীত করা হয়েছে।এছাড়াও উত্তর-পূর্ব মারওয়ারী সম্মেলনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন পদাধিকারীদের নিযুক্তি দেওয়া হয়েছে।নব গঠিত কমিটি
আগামীতে সমাজের স্বার্থে কাজ করে যাওয়ার পাশাপাশি সকলের সঙ্গে একতার মেলবন্ধন বজায় রাখার আশ্বাস দিয়েছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সম্মেলনের নব নিযুক্ত সদস্যরা জানান, নতুন সভাপতির হাত ধরে আগামীতে কাছাড়ে বিভিন্ন অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে আধুনিক ক্যালিপার
ক্যাম্পের মাধ্যমে ৩ শতাধিকের বেশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে। জেলা বিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বিনামূল্যে অর্শ রোগ চিকিৎসা শিবির সহ ফ্রিজার বক্স পরিষেবার মাধ্যমে প্রয়াতদের মরদেহ সম্মানের সঙ্গে সংরক্ষিত রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে। সকল অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়ন করতে পূর্ব-

উত্তর মারওয়ারী সম্মেলন শিলচর শাখার নব গঠিত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। সমাজের স্বার্থে সম্মেলনের এই মহৎ কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।