অপারেশন সিঁদুর ২২ টি খুদে শিশুর জীবন অসহায় করে দেয়,বাবা-মায়ের আঁচল ছেড়ে বাঁচার পন্থা খুঁজতে হচ্ছে
সংবাদ সংস্থা, ৩০ জুলাই :- ভারত – পাক সংঘর্ষে ২২টি শিশুর জীবনে অন্ধকার ছায়া এবার রাহুলের মানবতা জাগলো।
এবার অপারেশন সিঁদুরে (Operation Sindoor) বাবা মা কে হারানো ২২ জন শিশুর প্রতিপালনের দায়িত্ব কাঁধে নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ২২ শিশুর লেখাপড়ার পাশাপাশি যাবতীয় খরচ বহন করার কথা জানিয়েছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ।
ভারত-পাক সংঘর্ষে অনাথ হয়ে যাওয়া ২২ শিশুর দায়িত্ব রাজীব-পুত্রের! স্নাতক অবধি চালাবেন পড়াশোনার যাবতীয় খরচ। রাহুলের এমনটাই সিদ্ধান্তে সাধুবাদ জানান অনেকেই।
একাধারে তিনি সাংসদ, অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা (Opposition Leader)। এবার অপারেশন সিঁদুরে (Operation Sindoor) বাবা মা কে হারানো ২২ জন শিশুর প্রতিপালনের দায়িত্ব নিলেন রাহুল। এই ২২ শিশুর লেখাপড়ার পাশাপাশি যাবতীয় খরচ বহন করার কথা জানিয়েছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ।

চলতি বছর মে মাসে, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) পরবর্তী সময়ে পুঞ্চে গিয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। তখন তিনি জানিয়েছিলেন, ভারত-পাক সংঘর্ষে যাদের পরিবারে বাবা অথবা মা মারা গেছেন এমন ২২ শিশুর পাশে তিনি দাঁড়াবেন। তখনই সেই অসহায় সেই শিশুদের চিহ্নিত করা হয়েছিল। এবার অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব নিলেন কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত তহবিল থেকে তাদের সাহায্য করবেন রাহুল গান্ধি।
এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ বলেন, ‘পহেলগাঁও হামলার পর ভারত-পাক সংঘর্ষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরে। এই সংঘর্ষের কবলে পড়ে বহু সন্তান তার মা-বাবাকে হারিয়েছে। এমনও অনেক পরিবার রয়েছে যাঁদের বাড়ির একমাত্র রোজগারী সদস্যের মৃত্যু হয়েছে। তেমনই সব পরিবারের ২২ জন বাচ্চার যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাহুল গান্ধি। এই ২২ জন শিশুর পড়াশোনার জন্য প্রথম কিস্তির অর্থ বুধবারই দেওয়া হবে। যতদিন না তারা স্নাতক হচ্ছে ততদিন এই আর্থিক সাহায্য জারি থাকবে।’
মানবপ্রেম রাহুলের এই উদ্যোগ সত্যিকারের প্রশংসনীয় এবং সচেতন নাগরিক তাঁর উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে ঘোষণা কে বাস্তব রূপে পরিণত করে অনাথদের পাশে থাকার আর্জি জানিয়েছেন।