ক্যান্টিনও ভারতসেরা! ডিজিটাল জার্নালিস্টদের সংগঠন “ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া” এই শিরোপা তুলে দেয় মোহনবাগানের হাতে
সংবাদ সংস্থা, ২৯ জুলাই :- ফুটবলে ভারতসেরা, আবার খাবারেও! এবার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নিল মোহনবাগানের ক্যান্টিনও। শতাব্দীপ্রাচীন ক্লাবের ক্যান্টিনকে ভারতসেরার শিরোপা দিল ডিজিটাল জার্নালিস্টদের

সংগঠন “ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’। গড়ের মাঠে ফুটবল যেমন আছে, তেমনি আছে ক্যান্টিনও। তিন প্রধানের ক্যান্টিনের গল্পও কিন্ত জনপ্রিয়। এই যেমন, মোহনবাগানের কাজুদার ক্যান্টিন। হয়তো

ইস্টবেঙ্গল সমর্থক কিংবা মহমেডান, সেটা বড় কথা নয়। এই ক্যান্টিনে এসে চিকেন স্টু বা ঘুগনি খান অনেকেই। এখন সময় বদলে গিয়েছে। ময়দানে ক্লাবগুলিতে ঢুকে গিয়েছে কর্পোরেট কালচার। ব্যতিক্রম নয় মোহনবাগানও।

কর্পোরেট কালচারের হাত ধরে বদলে গিয়েছে ক্যান্টিনও। এখন আর শুধু চিকেন স্টু কিংবা ঘুগনি নয়, মোহনবাগানে ক্লাবে ক্যান্টিনে পাওয়া যায় ফিশ ফ্রাই, ডেভিল, মাছের চপ, ভেজিটেবিল চপও। মোহনবাগান ক্লাবের

সেই ক্যান্টিনও ভারতসেরা। ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গ শাখার সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানালেন, ভারতের অনেক বিখ্যাত ক্যান্টিনই সংগঠনের বিচারে ভারতসেরা শিরোপা পেয়েছে। এবার

পুরষ্কৃত করা হল মোহনবাগান ক্লাবের ক্যান্টিনকে।