যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ২৮ জুলাই :- উত্তর জেলার ধর্মনগরের বর্তমান আইন-শৃঙ্খলা ও পরিস্থিতি নিয়ে ধর্মনগর থানার নতুন অফিসার ইনচার্জ মিনা দেববর্মার সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সম্প্রতি এলাকায় ড্রাগসের বাড়বাড়ন্ত ও লাগাতার চুরির ঘটনা এবং অরাজকতা এসব নিয়ে আইন শৃঙ্খলার প্রেক্ষিতে তিনি ওসিকে কড়া বার্তা দেন। অধ্যক্ষ জানান,

ধর্মনগরে নেশা জাতীয় দ্রব্যের অপব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে, যা সমাজের জন্য চরম উদ্বেগজনক। এছাড়াও, বাজার এলাকা সহ বিভিন্ন মহল্লায় চুরির ঘটনা বেড়েই চলেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আইন- শৃঙ্খলা রক্ষা করতে হলে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। থানাকে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও সক্রিয় রাখতে হবে।” এছাড়াও তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ধর্মনগর থানাকে নিজেদের প্রভাব খাটানোর জায়গা

বানিয়ে ফেলেছে। থানার ভিতরে বসেই অনিয়ম ও অপকর্ম চালানোর অভিযোগ তুলেন অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক সেন। ওসিকে তিনি নির্দেশ দেন, থানার ভিতরে ও বাইরে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ চলবে না। নতুন ওসি মহোদয়া আশ্বাস দেন, তিনি অধ্যক্ষের পরামর্শকে গুরুত্ব সহকারে দেখবেন এবং ধর্মনগর থানাকে অপরাধমুক্ত রাখতে প্রশাসনিক পদক্ষেপ জোরদার করা হবে। থানার কাজে স্বচ্ছতা বজায় রেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।