সারা দেশের সঙ্গে সংহতি রেখে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উড়লো বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে

যুব বিচিত্রা ব্যুরো চিফ,২৬ জানুয়ারি: সারা দেশের সঙ্গে সংহতি,বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে দেখা গেলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপন। শ্রীভূমি জেলায় আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কাছাড়ে মন্ত্রী কৌশিক রাই পতাকা উত্তোলন করেন। তৎসঙ্গে হাইলাকান্দি তে জেলা উপায়ুক্ত গৌতম নিসর্গ প্রশাসনিক কর্মকর্তা দের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করতে দেখা যায়। সরকারি ভাবে সকাল ৯ টায় ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয় বরাক উপত্যকার প্রশাসনিক স্তরে।বরাক উপত্যকার দুই জেলায় পতাকা উত্তোলন করে মন্ত্রীদ্বয় সরকারের কর্মসংস্কৃতি এবং ভবিষ্যতের পরিকল্পনা সহ বিভিন্ন দিক নিয়ে জনগণকে সম্বোধন করে ভাষণ প্রদান করেন।


কাছাড় জেলায় পতাকা উত্তোলনে সক্রিয় ভাবে সামিল ছিলেন জেলা উপায়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতো, ডিআইজি কঙ্কণ জ্যোতি শইকিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
পতাকা উত্তোলনের পর স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, নৃত্য, বিভিন্ন সংস্কৃতির নৃত্য এবং যোগব্যায়াম পরিবেশন করতে দেখা যায়।
এছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করতে বাদ পড়েনি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। অন্যদিকে,বরাক ভ্যালি মিডিয়া ফোরাম কর্তৃক সকাল ৮টায় পতাকা উত্তোলন করতে দেখা যায়। বিভিন্ন সরকারি – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন এর পাশাপাশি খেলাধুলার আয়োজন করতে ও দেখা গেছে। অনেকাংশে জাতীয় সড়ক জুড়ে বিশাল শোভাযাত্রার রেলী তেরঙ্গা পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম , জয় হিন্দ সহ বিভিন্ন ধ্বনিতে মুখরিত করতে চোখে পড়ে।মোট কথা সর্বত্র এক আনুষ্ঠানিকতা বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন হতে দেখা যায়।