যুব বিচিত্রা প্রতিনিধি, কৈলাশহর ২৮ জুলাই :- শ্রাবণ মানেই শিব বাবার পুণ্য জন্ম মাস বলে অভিহিত। আর এই চিরাচরিত রীতি অনুযায়ী শ্রাবণের প্রতিটি সোমবার ভক্তদের ঢল চোখে পড়ার মতো সবকটি শিব মন্দিরে। এদিকে,
রাষ্ট্রীয় হিন্দু সংগঠন ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে সোমবার পূজার্চনা করার পাশাপাশি ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ এর ব্যবস্থা করেন সংগঠনের কর্মীরা। সকালে শ্রাবণ যাত্রা উপলক্ষে কৈলাশহর দশমী ঘাট থেকে জল ভরে শৈবতীর্থ ঊনকোটিতে গিয়ে শিবের মাথায় জল ঢেলে পূজার্চনা করে শিব ভক্তরা। সোমবার ভোরবেলা
কৈলাশহর টাউন কালীবাড়িতে এসে শত শত ভক্তবৃন্দরা জড়ো হন এরপর কেউ পায়ে হেঁটে কেউবা গাড়ি দিয়ে শৈবতীর্থ ঊনকোটিতে যায়। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই প্রথম বারের মতো উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। এবং ভক্তদের উদ্দেশ্যে সকল ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়। ভগবান শিবের মস্তকে অতি ভক্তি সহকারে
পবিত্র জল অভিষেকের মাধ্যমে নিজেদের পাপ মোচন এবং পারিবারিক ও মানসিক শান্তির জন্য প্রার্থনা করেন শিব ভক্তরা। এদিনের এই কর্মসূচিতে রাঙ্গাউটি, শ্রীনাথপুর, যুবরাজনগর, পাখিরবাদা, পূর্ব দুর্গাপুর, বিদ্যানগর, দুর্গাপুর, কালিপুর চিড়াকুটি সহ বিভিন্ন চা বাগানের শিব ভক্তরা সম্মিলিত হতে দেখা যায়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন
রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি দীপঙ্কর সিনহা, রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি হেমেন্দ্রকুমার দে, রাষ্ট্রীয় হিন্দু সংগঠন কৈলাসহর মন্ডলের মন্ডল সভাপতি প্রতাপ চন্দ্র দাস,
রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কৈলাশহর মন্ডলের বিস্তার মন্ত্রী রূপক দাস থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা। তাদের উদ্যোগে এদিন রাষ্ট্রীয় হিন্দু সংগঠন ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে পুন্যার্থীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ
করেন। এদিন প্রায় পাঁচ হাজার এর অধিক ভক্তদের প্রসাদ এবং ঠাণ্ডা পানীয় বিতরণ করে কৃতার্থ হয়। এবং রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের এই উদ্যোগ কে অনেকেই সাধুবাদ জানান।