যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা ২৭ জুলাই :- শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও কোনো কোনো জায়গায় অস্তিত্ব হারা শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্ন তুলে সরকারের ভূমিকা নিয়ে! ত্রিপুরা রাজ্যের বিশালগড় সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ
একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাহিনী জনসমক্ষে। উল্লেখ্য,চাকরি নিয়ে ঝামেলার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বড় বড় সাপের বাসা এবং ঘন-জঙ্গলে পরিণত হয়েছে।বিশাল গড় চড়িলাম ব্লকের অন্তর্গত রংমালা ভিলেজের দুরন্ত পড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দৃশ্য দেখে আপনিও হতবাক হবেন। বেশ কয়েক মাস যাবত
বন্ধ অঙ্গনওয়াড়ি সেন্টার। যার ফলে পুষ্টি প্রকল্প এবং লেখাপড়া থেকে বঞ্চিত কচিকাঁচারা। নীরব দর্শকের ভূমিকায় বিশালগড় আইসিডিএস বিশালগড় সিডিপিও এবং সিপাহীজলা জেলা সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তর সহ রাজ্য প্রশাসন । এভাবে একটি সরকারি প্রতিষ্ঠান দিনের পর দিন বন্ধ রাখা যায় না। প্রশাসনের ও কোন ধরনের উদ্যোগ
নেই। গ্রামবাসীরা ভয়ে অনেকেই মুখ খুলতে চায় না এরপরেও কয়েকজন গ্রামবাসী মুখ খুলে বলেছে অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা দেওয়ার কারণ। এহেন অবস্থায় ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান নির্ধারণ অতি সহজেই অনুমেয়।
