যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা ২৬ জুলাই :- আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দশম এবং দ্বাদশ উত্তীর্ণদের সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা র উপস্থিতিতে।


পড়ুয়াদের উদ্ধুদ্ধ করতে এই পদক্ষেপ নেয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন।
সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কম করে ও শতাধিক পড়ুয়া দের সংবর্ধনা জানাতে দেখা যায়।
মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত দশম এবং দ্বাদশ শ্রেণীর (টিবিএসই এবং সিবিএসই) শিক্ষার্থীদের জন্য প্রথম ডিস্ট্রিক্সন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন এবং তাদের শ্রীবৃদ্ধি কামনা করে
এগিয়ে যাওয়ার শলা দেন। এদিন মুখ্যমন্ত্রী সাহা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন এর যৌথ উদ্যোগ কে সচেতন নাগরিক সহ উপস্থিত সকলেই সাধুবাদ জানান l