কাছাড়ের ভারত-বাংলাদেশ সীমান্তের আমতলা এলাকার নির্মল রায়ের রহস্যজনক মৃত্যু

ঘটনার তদন্ত দাবি করে জেলা শাসককে স্মারকলিপি প্রদান নম:শুদ্র কমিটির।

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,০৮ আগস্ট: রক্ষকের হাতেই নিরাপদহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। কি হবে দেশের অবস্থা! প্রশ্ন সচেতন নাগরিকের। উল্লেখ্য, গত ১ আগষ্ট ভারত-বাংলাদেশ সীমান্তের কিন্নরখাল আমতলা এলাকার বাসিন্দা নির্মল রায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা বিএসএফের ভূমিকায় ক্ষোভ ঝাড়লেন, বিভিন্ন প্রশ্নের উত্থাপন স্থানীয় দের। বিএসএফ জওয়ানদের মারধরের ফলে নির্মল রায়ের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার ঘটনার তদন্ত দাবি করে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে সুবিচার প্রার্থনা করেছেন নমশুদ্র কমিটির কর্মকর্তারা। তাঁরা জানান পরিবারের একমাত্র উপার্জনকারী নির্মল রায়ের রহস্যজনক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মৃতের পরিবারবর্গ দিশেহারা হয়ে পড়েছেন। ঘটনার তদন্ত দাবি করে নমশুদ্র পরিষদ মৃতের পরিবার থেকে একজনকে সরকারি চাকরি প্রদান করার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।