শিলচরের রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর শিলচর পৌর নিগম ও জেলা প্রশাসন ; সদরঘাট থেকে শুরু উচ্ছেদ অভিযান, প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসা

জনসংযোগ, শিলচর, ২২ জুলাই:— শিলচরের রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর শিলচর পৌর নিগম এবং জেলা প্রশাসন, তারই নিদর্শন হিসেবে সোমবার শিলচরের কোর্ট স্কোয়ার থেকে সদরঘাট পর্যন্ত যে চিত্রটি দেখা গেল, তা যেন নতুন করে স্বপ্ন দেখালো শহরবাসীকে। গাড়ি আর মানুষের ভিড়ের মাঝেও শৃঙ্খলা, পরিপাটি ফুটপাত আর অবাধ চলাচলের এমন দৃশ্য বহু বছর পর উপহার দিল জেলা প্রশাসন ও শিলচর পৌর নিগম । সকাল থেকেই বরাক সেতুর নিচ থেকে শুরু করে কোর্ট স্কোয়ার, পৌর নিগম কার্যালয় , শনি মন্দির পর্যন্ত পথটিতে আর চোখে পড়ল না কোন ফুটপাথ দখলদারি বা অস্থায়ী দোকানের ভিড়। সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের রোড এবং সংলগ্ন অলিগলিতেও ছিল পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত পরিবেশ।

এ অভিযান ছিল পরিকল্পিত ও কঠোরভাবে বাস্তবায়িত। আগের সপ্তাহান্তে নোটিশ জারি করার পর ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের দখল সরিয়ে নেন। নব নিযুক্ত পৌর নিগমের, আয়ুক্ত শ্রীমতী সৃষ্টি সিং, (আইএএস) এর নেতৃত্বে পৌর নিগম আগেই জানিয়ে দিয়েছিল যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অনিয়মে অভ্যস্ত শহরবাসীর কাছে সোমবারের এই পরিবর্তন ছিল চমকপ্রদ। চালক, ক্রেতা ও পথচারীরা সারাদিন ধরে নির্বিঘ্নে চলাফেরা করলেন, যা অনেকের মতে অন্তত দশ বছরে দেখা যায়নি। সদরঘাট থেকে শুরু করে শিলংপট্টি, সেন্ট্রাল রোড, জানিগঞ্জ, ক্লাব রোড, নজরপট্টি সবখানেই পৌঁছে গেল এ অভিযানের বার্তা।

অভিযান নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত, মৃদুল যাদব, (আইএএস) বলেন, “এই পদক্ষেপ শহরবাসীর অধিকার পুনরুদ্ধারের এক বড় পদক্ষেপ। প্রশাসনিক সমন্বয় ও দৃঢ় সংকল্প থাকলে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব এবং এ প্রচেষ্টা আমরা জারি রাখব।”

পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত শ্রীমতী সৃষ্টি সিং, বলেন, “এটি শুধুমাত্র আইনের প্রয়োগ নয়, বরং নাগরিকদের মধ্যে যৌথ দায়িত্ববোধ জাগিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। জনগণের সহযোগিতা উৎসাহব্যঞ্জক, সবাইকে আহ্বান জানাই এই সহায়তার মনোভাব বজায় রাখুন যাতে শিলচর সত্যিই এক মডেল শহরে রূপান্তরিত হয়।”

শহরের নাগরিক ও বিভিন্ন নাগরিক সংগঠনও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। নাগরিক অধিকার আন্দোলন পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “যদি প্রশাসন ও পুলিশ এই গতিতেই এগিয়ে চলে, শিলচর খুব দ্রুত এ অঞ্চলে নগর শৃঙ্খলার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।”

এদিকে, পৌর নিগমের কার্যাবাহী আধিকারিক, নবোত্তম শর্মা,(এ.সি.এস), জানান, এই অভিযান পুরো শহর জুড়ে চালু থাকবে যতদিন না রাস্তা পুরোপুরি দখলমুক্ত হয়।

শহরবাসী যখন নতুন শৃঙ্খলিত আগামীকালের স্বপ্ন দেখতে শুরু করেছে, সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানের এই সাফল্য প্রমাণ করল যদি প্রশাসন সংকল্পবদ্ধভাবে নেতৃত্ব দেয়, পরিবর্তন আর কেবল প্রতিশ্রুতি নয়, তা বাস্তবতায় রূপ নেয়।