বিশ্ব নাট্য দিবস ২০২৫ উদযাপন ধর্মনগরে

যুববিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,২৮ মার্চ: ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে বিশ্ব নাট্য দিবস প্রতি বছর ২৭ মার্চ পালিত হয়, যা থিয়েটার শিল্পের গুরুত্ব ও অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে। ১৯৬১ সালে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট এই দিবসটির সূচনা করে। এক জোটে নাট্য চর্চা আয়োজিত বিশ্ব নাট্য দিবস ধর্মনগরে এবার দ্বিতীয় বছর উদযাপন করা হয়। বিশ্ব নাট্য দিবস অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন, উপস্থিত ছিলেন সঞ্জীব কুমার দাস জেলা তথ্য আধিকারিক, সমর চক্রবর্তী এক জোটে নাট্য চর্চা কমিটির চেয়ারম্যান, সজল দেবনাথ মহকুমা শাসক ধর্মনগর, এবং অভিজিত চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী তথা নাট্য ব্যক্তিত্ব সহ অন্যান্যরা। এদিনের উদযাপন অনুষ্ঠানে সকল নাট্য ব্যক্তিত্বগণের যৌথ প্রয়াসে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতিভবন প্রাঙ্গণে বিশ্ব নাট্য দিবস অনুষ্ঠানে প্রথমেই সকলের উপস্থিতিতে শোভাযাত্রা, বাণীপাঠ এবং নাটক পরিবেশিত করা হয়। বিশ্ব নাট্য দিবসের বার্তায় থিয়েটারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ দিক-নির্দেশনা এবং সমাজে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিশ্ব নাট্য দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ধর্মনগরের তিনজন নাট্য ব্যক্তিত্ব রিতা চক্রবর্তী, দীপঙ্কর গুপ্ত এবং সুমিত নাথ চৌধুরী কে নাট্যপ্রতিভা সম্মাননা প্রদান করা হয়। থিয়েটার আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটি সমাজের বিভিন্ন দিককে প্রতিফলিত করে এবং মানুষের মধ্যে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। বিশ্ব নাট্য দিবস মূলত এই শিল্পের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় এবং থিয়েটারের প্রসারে সবাইকে উৎসাহিত করে।