রামনগরে জব্দ সোনার বিস্কুট ধৃত মণিপুরের যুবক

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২১ জুলাই :- কাছাড় পুলিশের বড়োসড়ো সাফল্য, শিলচর রামনগর বাইপাস এলাকায় এক বিশেষ অভিযানে তিনটি সন্দেহভাজন সোনার বিস্কুট জব্দ করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। রবিবার গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানে সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারী মণিপুরের চুড়াচাঁদপুরের লামকার বাসিন্দা খামনেউ মুনলুয়া (৩২)। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলির মোট ওজন প্রায় ৪৩৯ গ্রাম। জব্দ কৃত সোনার বিস্কুটগুলি ঘটনাস্থলে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় যে, এই সোনার বিস্কুটগুলি মণিপুর থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলি শিলচর ISBT-র কাছাকাছি কোনও স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করেছে।