কালিনগর গাঁও পঞ্চায়েতে সরকারিভাবে বন্যা ত্রাণ বন্টনে সূধন্যা সিনহা

যুব বিচিত্রা প্রতিনিধি কাটখাল,১১জুন: কালিনগর গাঁও পঞ্চায়েতের ৮ নম্বর গ্রুপ সদস্য সূধন্যা সিনহা র নেতৃত্বে সরকারের দেওয়া তেরপাল বিতরণ করেন প্রকৃত হিতাধিকারীদের মধ্যে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, গৃহহারা হয়েছে তাদের জন্য সরকারি ভাবে বরাদ্দ হয়েছে বিভিন্ন ত্রাণ সামগ্রী।


বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চিহ্নিত করে দুঃস্থ অসহায়দের হাতে সরকারি ত্রাণ তহবিলের অনুদান তেরপাল সহ মূল্যবান সামগ্রী তুলে দিতে দেখা যায় নবনির্বাচিত প্রতিনিধি সূধন্যা সিনহা কে।

মূলত কালিনগর বন্যা কবলিত অঞ্চলে র মূল সমস্যা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসন কে সক্রিয় ভাবে অবগত করেন সূধন্যা সিনহা। তারপর ই নড়েচড়ে বসে প্রশাসন।খবর নেয় বন্যার্তদের।