বিশ্ব পরিবেশ দিবসে ধর্মনগরে ব্যতিক্রমী আয়োজন প্রশাসনের

পরিবেশ বাঁচাতে দূষণ প্রতিরোধ চাই,আর পলিথিন বর্জনই প্রধান লক্ষ্য হতে হবে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,৬জুন: ৫জুন বিশ্ব পরিবেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সারা দেশ জুড়ে। প্রকৃতির বন্ধনে সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে কেউই নন। সবাই আমরা একে অন্যের উপর নির্ভরশীল। তাই জীব মণ্ডল সম্পূর্ণ রূপে প্রাকৃতিক অনুদানের উপর নির্ভরশীল। তাই এই বিশেষ দিনটি অর্থাৎ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আজ উত্তর ত্রিপুরার কালাছড়া আরডি ব্লকের অন্তর্গত হুরুয়া সুন্দরী পার্কে এক বিশেষ পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “Ending Plastic Pollution Globally” অর্থাৎ “বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ বন্ধ করা”। এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজক ছিল পানীয় জল ও স্যানিটেশন বিভাগ, জল শক্তি মন্ত্রকের অধীনস্থ DSBMMC। অংশীদার সংগঠন হিসেবে ছিল স্বচ্ছ ভারত মিশন (Lifestyle for Environment) উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাপতি ভবতোষ দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি টিংকু শর্মা চেয়ারপার্সন, কালাছড়া আরডি ব্লক। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দনী চন্দ্রান জেলা উপায়ুক্ত তথা কালেক্টর, উত্তর ত্রিপুরা। অন্যান্য দের মধ্যে বিপ্লব দাস,অতিরিক্ত জেলা শাসক, অমিত চন্দ, বিডিও কালাছড়া আরডি ব্লক সহ স্থানীয় জনগণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সত্যব্রত দাস, গ্রাম প্রধান, দক্ষিণ হুরুয়া পঞ্চায়েত। কর্মসূচিতে উপস্থিত বক্তারা প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের উৎসাহ, বৃক্ষরোপণ ও সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ও রেইনওয়াটার হার্ভেস্টিং— বৃষ্টির জল সংরক্ষণের কার্যকরী পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ছাত্রছাত্রী, পঞ্চায়েত প্রতিনিধি, সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের সক্রিয় উপস্থিতি কর্মসূচিকে সার্থক করে তোলে। পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হয় সেদিন।