পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে আর চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে! এ এক অতি বিরল পূর্ণগ্রাস গ্রহণের দৃশ্য খুব শীঘ্রই পরিলক্ষিত হতে চলেছে

সংবাদ সংস্থা, ২২জুলাই :- কখন ঘটে সূর্যগ্রহণ? আমরা সকলেই মোটামুটি জানি যে, সূর্যগ্রহণ ঠিক তখনই হয় যখন চন্দ্র, সূর্য ও পৃথিবী মধ্যে চলে আসে ৷ ২ অগাস্ট ২০২৫ হতে চলেছে সূর্যগ্রহণ ৷ এই সূর্যগ্রহণ বেশ আলাদা হয়ে থাকে ৷ কেননা এরই মাঝে প্রায় ৬ মিনিটের জন্য পৃথিবী এক্কেবারে অন্ধকারে ডুবে যাবে ৷ গ্রহণ (Eclipse) নিয়ে আজও বহু মানুষের মনে বহু প্রশ্ন। গ্রহণ আজও বিজ্ঞান ও ধর্মের (Science and Religion) মাঝামাঝি একটা মহাজাগতিক ঘটনা হিসেবেই রয়ে গিয়েছে। আসন্ন অগাস্টেই ঘটতে চলেছে এরকমই এক সূর্যগ্রহণ (Solar Eclipse)। আগামী ২ আগস্ট (Solar Eclipse On August 2)। আশ্চর্যজনক এক ঘটনা ঘটতে চলেছে এদিন। সারা পৃথিবী আগ্রহের সঙ্গে দিনটির অপেক্ষায়। আমরা মোটামুটি জানি, সূর্যগ্রহণ তখনই ঘটে যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এক সরলরেখায় চলে আসে চাঁদ ৷ আগামী ২ আগস্ট ঘটতে চলেছে তেমনই এক মহাজাগতিক ঘটনা। ঘটতে চলেছে সূর্যগ্রহণ ৷ আসন্ন এই সূর্যগ্রহণ নানা কারণেই খুব আলাদা হবে। কেন?

৬ মিনিটের অন্ধকার :-

ওইদিন, মানে, আগামী ২ অগাস্টে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ডের জন্য পৃথিবী ডুবে যাবে অন্ধকারে ৷ দিনের বেলায় হঠাৎ করেই নামবে রাতের অন্ধকার ৷ জানা গিয়েছে ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে এই সূর্যগ্রহণটিই হতে চলেছে ‘দ্য লঙ্গেস্ট টোটাল সোলার একলিপ্স’।

ভারত থেকে আংশিক দেখতে পাওয়া যাবে এই সূর্যগ্রহণ ৷ পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে উত্তর আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা থেকে ৷ ভারতে এই সূর্যগ্রহণ আংশিক রূপে দেখা যাবে ওই দিন সকাল ৭.৩০ থেকে ৯.০০-টার মধ্যে। দিল্লি, মুম্বই, কলকাতার বাসিন্দারা এই আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন ৷

গ্রহণে ধর্ম :-

সূর্যগ্রহণ কখনও খালি চোখে দেখা উচিত নয় ৷ সূর্যগ্রহণের জন্য বিশেষ চশমা বা সৌর ফিল্টার ব্যবহার করতে হয়। তাছাড়া, সূর্যগ্রহণ শুধুই ভৌগলিক বা বৈজ্ঞানিক একটা ঘটনা নয়, এর পিছনে থাকে ধর্মীয় সংস্কৃতির প্রভাবও। ফলে গ্রহণের গভীর গুরুত্ব থাকে ভারতের ধর্মীয় জীবনে। ভারতে একে শুভ ও অশুভ–দুই বিষয়ের সঙ্গেই সংযুক্ত করে দেখা হয়ে থাকে।

বিরল এই সূর্যগ্রহণ দেখতে আর কটা দিন অপেক্ষায় থাকলেই দেখা যাবে বিরল দৃশ্য। যা আগামী ২ আগস্ট ঘটতে চলেছে।