এবার জাল নোট দিয়ে লোন প্রদান! পুলিশের জালে তিস্তা সেন, কে এই রহস্যময়ী ?

সংবাদ সংস্থা, ২১ জুলাই :- বাংলার সন্দেশখালি জাল নোটকাণ্ডে পুলিশের জালে আরও ১জন। বীরভূমের রামপুরহাটের গেস্ট হাউস থেকে গ্রেফতার তিস্তা সেন। ধৃতকে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত।

কলকাতায় অভিজাত এলাকায় বাড়ি। সন্দেশখালিতে জাল নোট কাণ্ডে পুলিসের জালে তিস্তা সেন নামের এক মহিলা। ধৃতকে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা সন্দেশখালি। সেখানেও জাল নোটের রমরমা! দিন কয়েক আগে সন্দেশখালির ধামাখালির একটি হোটেল থেকে ২

জনকে গ্রেফতার করে পুলিস। উদ্ধার ১০ কোটি টাকার জাল নোট। এই বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে এল? চক্রের সঙ্গে আর কারা জড়িত? ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তে নামে সন্দেশখালি থানার পুলিস। শুরু হয় জেরা। পুলিস সূত্রে খবর, ওই দুই ব্যক্তিকে জেরা করেই তিস্তা সেনের খোঁজ মেলে। বাড়ি, রাজারহাটে। ব্যবসায়ীদের

মোটা অংকে লোন পাইয়ে দিতেন তিস্তা। তারপর লোনে টাকার সঙ্গে নকল নোট ঢুকিয়ে প্রতারণা করতেন ব্যয়বসায়ীদের সঙ্গে। তাঁকে আগেও গ্রেফতার করেছিল পুলিস। এবার বীরভূমের রামপুরহাটে একটি গেস্ট হাউসে

ঘাঁটি গেড়েছিলেন তিস্তা। সেখান থেকে ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার ছক কষছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। গতকাল, রবিবার রাতে রামপুরহাটে গেস্ট হাউস থেকে তিস্তাকে গ্রেফতার করে পুলিশ।