হলিক্রস স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারে শোকের ছায়া !! ঘটনা স্থলে ছুটে গেলেন কংগ্রেস নেতৃত্ব, ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়।

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ২৮ জুলাই :- হলিক্রস স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি। পরিবারে নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবরে ছুটে গেলেন কংগ্রেস নেতৃত্ব। ধর্মনগর বাগবাসা এলাকায় একটি প্রাইভেট হোস্টেলে থাকা হলিক্রস স্কুলের ছাত্র বেনসন চাকমার (১৭) রহস্যজনক মৃত্যুকে ঘিরে গভীর চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত

ছাত্রের বাড়ি উত্তর ত্রিপুরার মাছমারা এলাকায়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতি ও অসংবেদনশীল ভূমিকাই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ বলে অভিযোগ তুলেছেন।

ঘটনার খবর পেয়ে প্রয়াত ছাত্র বেনসনের মাছমারা স্থিত বাড়িতে ছুটে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক দিবা চন্দ রাংকল, OBC কংগ্রেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, ব্লক কংগ্রেস চেয়ারম্যান অসীত দেব, রিন্টু লাল দেব, রুহিদাস সাহাজি সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা।ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশীষ সাহা বলেন, “এটি নিছক একটি দুর্ঘটনা নয়, বরং হোস্টেল কর্তৃপক্ষের চরম অবহেলার ফল। একজন ছাত্রের প্রাণ চলে গেছে অথচ কর্তৃপক্ষের মনোভাব অত্যন্ত

দায়িত্বহীন। দোষীদের শাস্তি এবং পূর্ণ তদন্ত আমরা দাবি জানাচ্ছি।”তিনি আরও বলেন, “ত্রিপুরায় শিক্ষাঙ্গনে একের পর এক অনভিপ্রেত ঘটনা সামনে আসছে। সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারির অভাব চরমে পৌঁছেছে। কংগ্রেস এই মৃত্যু রহস্যের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব থাকবে।” এদিকে ছাত্রের মৃত্যু তে তাঁর সহপাঠী মহলে তথা পরিচিত মহলে নেমে আসে শোকের ছায়া। সকলেই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি উচিত তদন্তের দাবী জানান।