যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ১৯ জুলাই :- পানিসাগর থানা পুলিশের স্পেশাল তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল। শনিবার দুপুরে পানিসাগর মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপ্তাখালী ট্রাফিক নাকা পয়েন্টে একটি স্পেশাল তল্লাশি অভিযান চলাকালীন ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১ টার সময় গৌহাটি থেকে আসা NL01AE 8996 নম্বরের একটি ডিম বোঝাই ছয় চাকার লরিকে সন্দেহজনক মনে হয়। তৎক্ষণাৎ গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। প্রাথমিকভাবে কিছু না পেলেও, বিস্তারিত তল্লাশির জন্য খবর দেওয়া হয় পানিসাগর থানায় এবং এসডিএম অফিসে। পরে মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও সৌম্য দেববর্মা ও কর্তব্যরত এক ডিসি সাহেবের উপস্থিতিতে গাড়িটি পুনরায় তল্লাশি
চালিয়ে প্রায় ১০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ঘটনায় আটক করা হয়েছে গাড়িচালক মিলন সিনহাকে, তার বাড়ি জানা যায় ঊনকোটি জেলার কুমারঘাটে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পানিসাগর থানার পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদকদ্রব্যগুলি রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। ঘটনার তদন্তে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।