পাথারকান্দির বিভিন্ন স্থানে শ্রীভূমি বন বিভাগের অভিযান, বাজেয়াপ্ত অবৈধ কাঠ ভর্তি দুটি ট্রিপার সহ একটি ব্যান্ড শো মিল

শ্রীভূমি বন সংমণ্ডল এর দায়িত্বে নতুন আধিকারিক, নতুন তৎপরতা

যুব বিচিত্রা প্রতিনিধি, শ্রীভূমি,১৯জুন :- শ্রীভূমি জেলা বন বিভাগের নতুন ডিএফও অমল দায়িত্ব গ্রহণের পর জেলা জুড়ে কাঠ, বালু ও পাথর মাফিয়াদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। ডিএফওর নির্দেশে রবিবার জেলা বন বিভাগের প্রটেকশন রেঞ্জার সঞ্জয় কুমার নাথ পাথারকান্দি ও দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালান পাথারকান্দি সমষ্টির কয়েকটি স্থানে। এতে বিরাট সাফল্য আসে, এদিন বন বিভাগের কর্মীরা আছিমগঞ্জ এলাকায় হানা দিয়ে একটি ব্যান্ড শো মিল বাজেয়াপ্ত করার পাশাপাশি নারায়নপুর ও আশে পাশের এলাকা থেকে দুটি ট্রিপার সহ বিপুল পরিমাণ চুড়াই কাঠ জব্দ করেন। পাশাপাশি বালু তুলার কাজে ব্যবহৃত মটর পাম্পসেট ও জব্দ করেন। বন বিভাগের এ অভিযানে এলাকার পরিবেশ প্রেমী জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় সূত্রে জানানো হয়।