নিজের আবেগ ধরে রাখতে না পেরে বিধানসভা র অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন ও পথ নাট্যে পা মেলালেন।
উৎসর্গ রায়, ধর্মনগর ২০ জুলাই :- গাছ লাগান নিজে বাঁচুন অপরকে বাঁচান। পথ নাট্যের মাধ্যমে বৃক্ষ রোপন এর অনুভূতিতে জাগালেন শহরের মানুষ দের। এই অভিনব কর্মসূচি হাতে নিয়ে পরিবেশ প্রেমীদের মন কাড়ে ধর্মনগরের “ইচ্ছে ডানা সোসিও কালচারাল সংস্থার”।

নাট্যদল ইচ্ছেডানা সোসিও কালচারাল সংস্থা র উদ্যোগে রবিবার সকালে প্রতিকূল পরিবেশে বৃক্ষরোপন কর্মসূচি র প্রকৃত রূপায়ণ ঘটিয়ে শহরের মানুষের মনে আবেগ জাগিয়ে দেয় বৃক্ষরোপণের উপর।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর এর বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উনার সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের স্থানীয় কাউন্সিলর পারমিতা শর্মা ছিলেন ইচ্ছেডানা সোসিও কালচারেল অর্গানাইজেশনের সভাপতি কৌস্তভ চক্রবর্তী ও সম্পাদক স্বরূপ ঘোষ সান ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব সুমিত নাথ চৌধুরী সহ ইচ্ছেডানা-র অন্যান্য
সদস্য এবং সদস্যরা।এই দিন সকালে প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করেই অধ্যক্ষের উপস্থিতিতে ইচ্ছেডানার সকলে ধর্মনগর নয়াপাড়া প্রগতি রোড এলাকায় বৃক্ষরোপণ বিষয়ক একটি পথনাটক পরিবেশন করেন। লক্ষ্য করা যায় পথনাটক দেখতে দেখতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একটা সময় নিজেই আবেগ প্রবণ হয়ে বৃষ্টি ভিজে কচিকাঁচা অভিনেতাদের সাথে বৃক্ষরোপনের আহ্বান নিয়ে সকলের কাছে গানের মাধ্যমে বার্তা দেন। এবং নাট্যের মাধ্যমে বৃক্ষ রোপন এর অনুভূতিতে জাগরিত করে তুলেন শহরবাসী কে। পরবর্তীতে স্থানীয় এলাকায় একটি রেলির মাধ্যমে সকলের বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে গুরুত্ব পূর্ণ পরামর্শ প্রদান করতে দেখা যায়। ইচ্ছেডানা সোসিও কালচারাল সংস্থা র উদ্যোগে এই আয়োজন ধর্মনগরে এক ব্যতিক্রমী সাড়া যোগানোই শেষ নয় বাঁচা বাড়ার তাগিদ
বাড়িয়ে দেয়। পরিবেশ এর প্রতি বান্ধবতার সৃষ্টি করিয়ে দেয় আজকের এই প্রয়াস। ইচ্ছেডানার সকলে মিলে আজ এই বৃষ্টিস্নাত সকালে বৃক্ষরোপনের উদ্দেশ্যে কচি কচি ডানা মেলে ভালবাসার আকাশে উড়েছে। অঝোর ঝরার মাঝেও বৃক্ষরোপণ কে কেন্দ্র করে একটি স্বল্প সময়ের পথনাটক করে সকলকে মুগ্ধ করে দিয়েছে ইচ্ছেডানার শিল্পী রা।এই নাটক আজকের বৃক্ষরোপন অনুষ্ঠানকে একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করে দেয়। এহেন সুন্দর উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও প্রাণবন্ত ভবিষ্যতের বার্তা বহন করবে বৈকি পরিবেশ বান্ধবতা ও অটুট করবে বলে আশা ব্যক্ত করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। এবং তিনি আহ্বান জানান ইচ্ছে ডানার এই প্রয়াস সার্থক ও সফল করে তুলতে শহরের প্রতিটি মানুষ এগিয়ে আসার জন্যে, তৎসঙ্গে বৃক্ষ রোপন এর অনুভূতি ফুঁটিয়ে পরিবেশ বান্ধবতা এবং সুস্বাস্থ্য সমাজ গঠনে দায়বদ্ধতা বহন করতে সকলের সহযোগ কামনা করেন অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেন।