স্কুলভ্যানেই খুদে মেয়েকে বেধড়ক মার, হাড়হিম ধর্ষণ! ভয়ে কুঁকড়ে বাড়িতে যেতেই রক্তাক্ত জামা দেখে হতবাক পরিবার

সংবাদ সংস্থা, ১৯ জুলাই :- অভিযোগের পরেও ওই লোকটিই আবার তাঁর বাচ্চাকে নিতে আসার জন্য ফোন করেন বলে শিশুটির মায়ের অভিযোগ।

বর্বরতার সীমা ছাড়িয়ে যাচ্ছে একের পর এক ক্রাইমের ঘটনা। বিকৃত যৌনতা থেকে রেহাই পাচ্ছে না একরত্তিরাও। এবার এরকমই এক নৃশংস ঘটনা ঘটল লখনৌয়ে। চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলভ্যানের চালকের বিরুদ্ধে। মেয়েটি বাড়িতে গিয়ে ইশারার ভঙ্গিতে সমস্ত ঘটনা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে, পুলিশ একটি মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মহম্মদ আরিফ। পুলিসের ডেপুটি কমিশনারের জানিয়েছেন, এই ঘটনায় দু’টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। মেয়েটি বাড়ি ফিরে এসে মাকে ঘটনাটি জানায়। মেয়ের কথা জেনে পরিবার হতবাক হয়ে যায়। শিশুটির মা তখনই স্কুলে যান বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সেই সময় অভিযুক্ত চালক মেয়েটির মাকে হুমকিও দেয়। স্কুল কর্তৃপর্ক্ষও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। এহেন কাণ্ডে রীতিমতো প্রতিক্রিয়ার ঝড় উঠেছে দেশজুড়ে।