দিনে রাতে শহরে ঘুরে বেড়াচ্ছে শেয়াল, সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে, শেয়ালের আতঙ্ক বর্ধমানে

যুব বিচিত্রা প্রতিনিধি, বর্ধমান ১৯ জুলাই :- শিশুরা ঘর থেকে বের হতে পারছে না, সব সময় ঘরের দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে কারণ এখনও মাঝে মাঝেই দেখা যাচ্ছে শেয়ালটিকে।
গ্রামীণ এলাকায় নয়, শেয়াল আতঙ্ক বর্ধমান শহরে। শিয়ালের কামড়ে জখম শিশু সহ বেশ কয়েকজন। বর্ধমান শহরের উপকণ্ঠে ইদিলপুর এলাকায় শুক্রবার শেয়ালের আক্রমণে আহত হয়েছেন এক শিশু সহ বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ইদিলপুর এলাকায় একটি শেয়াল হঠাৎই একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় ঘরের খেলা করছিল ৭ বছর বয়সী তানিশা রায়। হঠাৎই শেয়াল দেখে সে চিৎকার করলে তার উপর ঝাঁপিয়ে পড়ে শেয়ালটি, শিশুটির মা ছুটে এলে পালিয়ে যায় শেয়ালটি। ঘটনায় জখম হয় শিশুটি। পরে আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়িতে ঢুকে আক্রমণ করে শেয়ালটি। এমনটাই দাবি স্থানীয়দের। তারা জানান, দিনে রাতে সবসময় শেয়াল দেখা যাচ্ছে। বাড়ি খোলা পেলেই ঢুকে পড়ছে। লাঠি হাতে নিতে চলাফেরা করতে হচ্ছে। সকলেই ভয় পাচ্ছেন বাইরে যেতে।