সংবাদ সংস্থা, ১৬ জুলাই :- West Indies All Out For 27 :- বিগত ৭০ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ! এর সঙ্গে জুড়ল ১৫ রেকর্ড! ৩ টেস্ট ও ৫ ম্যাচের টি-২০ আই সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে এসেছে অস্ট্রেলিয়া (Australia Tour Of West Indies 2025) দুই ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের সূচনা হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করেছে উইন্ডিজকে। প্যাট কামিন্সরা বার্বাডোজের (১৫৯ রানে জয়ী অজিরা) পর গ্রেনাডা (১৩৩ রানে জয়ী অজিরা) ও শেষে জামাইকায় (১৭৬ রান) জয়ধ্বজা উড়িয়েছে রস্টন চেজের টিমের বিরুদ্ধে। তবে টেস্ট সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে চরম লজ্জায় পড়েছেন চেজরা! মাত্র ২৭ রানে অলআউট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন তাঁরা।
২৭ রানে শেষ! ৭০ বছরের টেস্ট ইতিহাসে উইন্ডিজের চরম লজ্জা, অবিশ্বাস্য ১৫ রেকর্ড
