১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট! ফরম্যাট-মাঠ-দল থেকে পদকের ম্যাচ,জানুন আইওসি সূচি

ক্রীড়া প্রতিবেদক ১৬ জুলাই :- Cricket At LA Olympics 2028 :- ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট ফিরছে! ফর্ম্যাট-মাঠ-দল থেকে পদকের ম্যাচ,আইওসি জানিয়ে দিল সূচি।
২০২৮ সালে অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (LA Olympics 2028)। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশে ১৪-৩০ জুলাই চলবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ (Greatest Show On Earth)। খাতায়-কলমে মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টে শুরু হতে এখনও বছর তিনেক বাকি। তবে উত্তেজনার আঁচ কিন্তু একটু একটু করে বেড়েই চলেছে।