গাড়িতে গিজগিজ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে, ভয়ংকর দুর্ঘটনায় আতঙ্কের সৃষ্টি

যুব বিচিত্রা প্রতিনিধি, জম্মু ১৬ জুলাই :- নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সোজা গিয়ে পড়ল খাদে। ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৫, আহত ১৭। গাড়িতে অতিরিক্ত যাত্রী। নিয়ন্ত্রণ হারাতেই ভয়ংকর দুর্ঘটনা। যাত্রীবোঝাই গাড়ি সোজা গিয়ে পড়ল গভীর খাদে। দুর্ঘটনায় মৃত ৫, আহত ১৭। ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি টেম্পো ট্রাভেলার বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে খাদে।

ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকা ডোডা জেলার ডোডা-ভারত রোডে, পন্ডা নামক স্থানের কাছে, যা ডোডা শহর থেকে প্রায় ৩০ কিমি দূরে।গাড়িটি খাদে পড়ে যাওয়ার পরই স্থানীয়রা ছুটে আসে উদ্ধারের জন্য। পরে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ডোডার সরাকরি মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রাশ করেছেন। এবং সবাই চালকদের সতর্কতা অবলম্বন করে পাহাড়ি এলাকায় গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।