হিজাব পড়ে প্রাণ হারায় নার্সিং পড়ুয়া এক তরুণী, হিজাবে আপত্তি না শোনায় তরুণীর ফ্ল্যাটে ঢুকে খুনের ঘটনা ইউরোপীয় দেশে

আন্তজার্তিক ডেস্ক যুব বিচিত্রা, ১৬ জুলাই :- হিজাবে প্রাণ কেড়ে নিলো নার্সিং পড়ুয়া এক তরুণী র। তরুণী র ফ্ল্যাটে ঢুকে খুন করে প্রতিবেশী যুবক। হিজাব পড়ায় বাধা দিলে তরুণী মানতে রাজি নন।ইহাই কাল হলো ইউরোপীয় তরুণী র। তরুণীর মা জানিয়েছেন, হিজাব পরায় কটূক্তি করতো প্রতিবেশী এক যুবক। ধর্ম নিয়েও গালিগালাজ করতো। ইউরোপে বাড়ছে এহেন অরাজকতা। ইউরোপীয় দেশ ইসলামোফোবিয়ায়তার এই কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হিজাব জেরেই প্রাণ গেল ২৬ বছরের এক আলজেরিয় নার্সিং পড়ুয়া তরুণীর। হিজাব পরে চলাফেরা করতেন ওই তরুণী। এনিয়ে আপত্তি করেছিলেন তার এক প্রতিবেশী। সেই কথা শোনেননি রাহমা আয়াত নামে ওই তরুণী। শেষপর্যন্ত তার ওই প্রতিবেশী তাকে কুপিয়ে খুন করেন নিজের ফ্ল্যাটে অনধিকার প্রবেশ করে।এই কাণ্ডে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।