যুব বিচিত্রা প্রতিনিধি, কলকাতা ১৬ জুলাই :- নিক্কোপার্কে যুবকের রহস্যজনক মৃত্যু। ওয়াটার পার্ক এর ঝর্ণার নিচে স্নান করার সময় অসুস্থ (সেন্স লেস) হয়ে পরে। নিকোপার্ক কতৃপক্ষ সল্টলেকের হার্ট ক্লিনিকে নিয়ে এলে মৃত ঘোষণা করা হয়। মোট সাতজন বন্ধু বান্ধবী মিলে যায়। ওয়াটার পার্কের ঝর্ণার নিচে স্নান করছিলো, তখনি অসুস্থ হয়ে পড়লে, সল্টলেক হার্ট ক্লিনিকে নিয়ে আসা হলে, তাকে মৃত ঘোষণা করা হয়। উল্টোডাঙা মুরারি পুকুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্তে রয়েছে যদিও মূল কারণ উদ্ঘাটন হয়নি এখনও। এদিকে নিক্কোপার্কের মৃত্যুর ঘটনার অস্বাভাবিক মৃত্যু বলে দেখছেন মৃত যুবকের মা বাবা সহ পরিবারের সদস্যরা। স্থানীয় কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু জানান, ছেলেটির বাবার সঙ্গে কথা হয়েছে তাঁর। ওদের বক্তব্য এটা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। বাড়ির থেকে নিক্কোপার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
নিক্কোপার্কে যুবকের রহস্যজনক মৃত্যু। পরিবারের পক্ষ থেকে নিক্কোপার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, থানায় মামলার সিদ্ধান্ত
