Apu Biswas :- অভিনেত্রী অপু বিশ্বাস এর বিরুদ্ধে খুনের মামলা,আত্মসমর্পণ অপুর জামিন মঞ্জুর

আন্তজার্তিক ডেস্ক, যুব বিচিত্রা ১৫ জুলাই :- ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে নাকি খুনের চেষ্টা করেছিলেন অপু। আদালতে দাঁড়িয়ে বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস (Apu Biswas) বিচারককে বলেন, ‘আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না। আমি অভিনয় শিল্পী, অভিনয়কে ভালোবাসি। সে সময় অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে।’ বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার মামলায় জামিন শুনানিকালে নায়িকা অপু বিশ্বাস ঢাকার আদালতে একথা বলেন। তবে আসলে কি রহস্য রয়েছে তাঁর পিছনে ? অভিনয় নাকি অন্যকিছু কারণে খুনের মামলায় অভিযুক্ত অপু,আজ ও আদালতের বিচারাধীন অপু জামিনে সাময়িক স্বস্তি!