US B 21 Bomber :- বি ২ স্পিরিট ও বি ২১ রেইটার দুই বিমানই রয়েছে স্টিলথ টেকনোলজি। তবে বি ২১ বোম্বারের রয়েছে নেক্সড জেন টেকনোলজি
সংবাদ সংস্থা, ১৪ জুলাই :- গোটা বিশ্বের ত্রাস এখন আমেরিকার বি ২ বোম্বার। রেডারে ধরা পড়ে না। একটানা উড়তে পারে ৩৭ ঘণ্টা। যে কোনও দেশের ওয়ার স্ট্রাটেজি ওলটপালট করে দিতে পারে এই বিমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এবার আরও ভয়ংকর বিমান আনছে ট্রাম্পের দেশ। ট্রাম্প এবার অস্ত্র ভাণ্ডারে সচ্ছল দৃশ্যে কাঁপাবে বিরোধী দেশকে, এমনটাই ধারণা কূটনীতিকদের।