আন্তর্জাতিক ডেস্ক, ১৫ জুলাই :- মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক একক বিমান হামলা চালিয়েছিল আমেরিকা! জাপানের বিরুদ্ধে মার্কিন বায়ুসেনার সেই আক্রমণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা হিসেবেই লেখা আছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যা মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক একক বিমান হামলা হিসেবে পরিচিত। টোকিয়োতে মার্কিন বোমা হামলা ওরফে ‘বোম্বিং অফ টোকিয়ো’/ ‘ফায়ারবোম্বিং অফ টোকিয়ো’, যা ‘অপারেশন মিটিংহাউজ়’ নামেও পরিচিত। ৯-১০ মার্চ মার্কিন বায়ুসেনা (ইউএসএএএফ) জাপানের উপর বোমাবর্ষণের সিরিজ চালিয়েছিল। যা মূলত ১৯৪৪-১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্যাসিফিক থিয়েটারের সমাপনী অভিযানের সময়ে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার আগে শুরু হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘটিত যুদ্ধগুলোর প্রধান ক্ষেত্র- প্যাসিফিক থিয়েটার। এখানে মূলত মিত্রশক্তি এবং জাপান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই থিয়েটারে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, চিন, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন মিত্র দেশ জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মার্কিনি বিমান হানায় ১০০০০০ থেকে ১২০০০০ সাধারণ মানুষের প্রাণ গিয়েছিল। দশ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন। শতাধিক ইউএস বি-২৯ বোমারু বিমান উড়ে এসেছিল জাপানে। শহরের ১০০০০ একর জুড়ে ১৬৬৫০০০ কেজির বোমাবর্ষণ করেছিল। সেন্ট্রাল টোকিয়ো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এম ৪৭ ও এম ৬৯ মডেলের রাসায়নিক বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা। মানব সভ্যতার এক ধ্বংসযজ্ঞ ইতিহাস সাক্ষী আমেরিকার।