তামিলনাড়ুতে পণ্যবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ! বাতিল দক্ষিণ ভারতের একাধিক ট্রেন

যুব বিচিত্রা প্রতিবেদক, ১৩ জুলাই :- দাহ্য পদার্থ বোঝাই ট্যাঙ্কারে লাগাতার বিস্ফোরণ ! ফের তামিলনাড়ুতে পণ্যবাহী ট্রেনে অগ্নিকাণ্ড। আকস্মিক অগ্নিকাণ্ডের জেরে বাতিল দক্ষিণ ভারতের একাধিক ট্রেন !
রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে একটি মালগাড়ির তেলের ট্যাঙ্কারে আগুন।

মালগাড়িটি ৪৫টি তেলের ট্যাঙ্কার নিয়ে চেন্নাই থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। উৎকট গরমের দাবদাহে অতীষ্ট যেমন মানবসমাজ তেমন প্রকৃতি ও। দাবদাহে র কোপে সংগঠিত পণ্যবাহী ট্রেনে অগ্নিকাণ্ড। সাময়িক ভাবে বাতিল হলো দক্ষিণ ভারতের একাধিক ট্রেন।