ক্রীড়া প্রতিবেদক আন্তজার্তিক ডেস্ক :- ইতালি টানা দু’বার ফুটবল বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ঠিকই! তবে এবার জো বার্নসের ক্রিকেট দল ইতিহাস লিখল বাইশ গজে। এবার ইতালি খেলবে ক্রিকেট বিশ্বকাপ! আর এই মাইলস্টোন তৈরির কারিগর এক প্রাক্তন অজি ক্রিকেটারই!
এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় (FIFA World Ranking) ১১ নম্বরে ইতালি (Italy)। ইতিহাস বলছে, ‘আজুরি’ শুধুই ফুটবলের শক্তিশালী দেশ নয়, কুলীন দেশও বটে। ব্রাজিলের (৫) পর তারাই সর্বাধিক ফুটবল বিশ্বকাপ জিতেছে। ইতালি ৪ বারের ট্রফিজয়ী। তবে দুর্ভাগ্যজনক ভাবে ইতালি পরপর দু’বার ২০১৮ ও ২০২২ সালে রাশিয়া এবং কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।