BCCI: ৫৩৮০০০০০০০০ কোটি টাকা! এখন দিতে হবে এই IPL টিমকে, বিসিসিআইকে নির্দেশ আদালতের…

সংবাদ সংস্থা,১৯জুন: আইপিএল শেষ হতে না হতেই বিরাট ধাক্কা খেল বিসিসিআই। এবার এই টিমকে দিতে হবে আকাশছোঁয়া দাম! জানুন স্ববিস্তারে:- ২০১১ সালে আইপিএল (IPL) তিন বছরে পা দিয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর সেই বছর আইপিএল খেলেছিল কোচি টাস্কার্স কেরালাকে (Kochi Tuskers Kerala)। জিওফ লসনের কোচিংয়ে মাহেলা জয়বর্ধনের নেতৃত্বে খেলেছিলেন ভিভিএস লক্ষ্মণ, পার্থিব প্যাটেল, রবীন্দ্র জাদেজা, এস শ্রীসন্থ, ব্র্যাড হজ, ব্রেন্ডন ম্যাকালাম ও মুথাইয়া মুরলীথরন ও স্টিভ স্মিথের মতো দেশ বিদেশের ক্রিকেটাররা! যদিও পরের বছরই আইপিএল থেকে উধাও হয়ে গিয়েছিল কোচি টাস্কার্স কেরালা! আর এবার এই কোচির ফ্যাঞ্চাইজির কারণেই আদালতে বিরাট ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)!
স্রেফ এক মরসুম আইপিএল খেলা কোচি টাস্কার্সকে এখন ৫৩৮ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে বিসিসিআই-কে।